বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান বলেছেন, দেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে সংখ্যালঘুদের নাকি নির্যাতন করা হচ্ছে, ভারত এমন অপপ্রচার চালাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদে সহাবস্থান করছে। চক্রান্তকারীরা বিজয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।
আজ সোমবার সিলেট রেজিস্টারি মাঠে বিএনপির বিজয় র্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজম খান সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিন। বিলম্ব হলে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও বিপ্লব বেহাত হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সূতিকাগার সিলেট। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন কর্নেল জিয়াউর রহমানের নেতৃত্বে সিলেট শত্রুমুক্ত হয়েছিল। স্বাধীনতার ঘোষণা দেয়া থেকে শুরু করে সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্বৈরশক্তি পরাজিত হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সমাবেশ শেষে বিএনপির বিজয় র্যালি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে নানা রঙের ব্যানার- ফেস্টুন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/এমএস