বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন, সেটির চেয়ে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৩১ দফা বিষয়ক ঢাকা বিভাগের কর্মশালায় তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী দেড় মাসের মধ্যে বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিচারের নামে কোনো টালবাহানা সহ্য করা হবে না।
তিনি বলেন, গুম-খুনের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে আগে।
দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
বিডি প্রতিদিন/কেএ