বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি।
বুধবার সকাল ১০টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিমকালে এসব বক্তব্য রাখেন তিনি।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে নেজামে ইসলাম পার্টির মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, অর্থ-সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ্জ শাকিরুল হক খান, সদস্য সচিব বাংলাদেশ ইসলামী যুব সমাজ মুফতী আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ বিএম আমির জিহাদী। জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের উপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সব সময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন। দেশের ছাত্র-জনতা বৈষম্যমুক্ত দেশ গড়ার যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে; আল্লাহ সে আশা-আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ দান করুন। অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/আরাফাত