বিএনপি নেতা আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। আওয়ামী স্বৈরাচার এখন দেশ থেকে পালিয়ে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। আমি তাদের বলে দিতে চাই, আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত। যতদিন না তাদের বিচার হবে ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।
বৃহস্পতিবার ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার ৪৮ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান নবীউল্লাহ নবী।
তিনি আরও বলেন, এদেশের সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ৯ বছর ও হাসিনার বিরুদ্ধে ১৫ বছর সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বিল্লাল হোসেনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহবুব আলম, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভা পরিচালনা করেন ৪৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক রবি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন