দেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বক্ষেত্রে সংযম প্রদর্শন করে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারের বাসভবনে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি একথা বলেন।
নোমান বলেন, আত্মতৃপ্তিতে তুষ্ট হলে চলবে না কারণ এখনো নানা রকম ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের অনেক দোষর এখনো সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় বহাল রয়েছে এবং তারা সুযোগের অপেক্ষায় আছে তাই আমাদের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। আগামী নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে। আগামী নির্বাচনে আমাদেরকে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। দলে সুবিধাবাদীদের অনুপ্রবেশ যাতে না ঘটে এবং দলের নাম ব্যবহার করে কেউ যাতে কোন অপকর্ম করতে না পারে সে জন্য সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান জানান।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন