হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সুমনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে মনতলা ফাঁড়ির পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে।
সুমন মাধবপুরে বহরা ইউনিয়নে আফজালপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ছাত্রলীগ নেতা সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারধর, সরকারি সম্পত্তির ক্ষতি, অগ্নিসংযোগ ও আওয়ামী লীগের পতন পরবর্তী দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) তাকে আদালতে তোলা হবে।
বিডি প্রতিদিন/হিমেল