সারাদেশে কৃষকদের সংগঠিত করার অংশ হিসেবে যশোরে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার দুটি ইউনিয়নে ব্যতিক্রমী আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি আমন ধান কেটে নেওয়া ফাঁকা মাঠে মঞ্চ, চেয়ার, টেবিলছাড়াই উৎসবমুখর পরিবেশে হাজার হাজার কৃষকের অংশগ্রহণে সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়।
দুই সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৬ বছরে দেশের কৃষক সমাজ বঞ্চিত হয়েছেন। সার, কীটনাশকের মূল্য আকাশ ছোঁয়া ছিল। অনেক কৃষিপণ্য আমদানি করতে হয়েছে। কৃষকদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে সবুজ বিপ্লবের জন্য খাল সংস্কার ও নতুন করে খাল খনন করা হবে।
বিকেল তিনটায় জহুরপুর ইউনিয়নের কুচাগাড়ে ছোটমাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জহুরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোল্যা মোঃ রেজাউল ইসলাম। বিকেল সাড়ে চারটায় বন্দবিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ হারুন অর রশিদ সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর শান্তিরমোড় মাঠের সমাবেশে। সমাবেশ দুটিতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, জেলা কৃষক দলের সভাপতি উপাধ্যক্ষ মকবুল হোসেন, কৃষকদল নেতা রবিউল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক