জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। কোন দিন কোন মাসে কোন বছরের নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলতে হবে।
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের কোন না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও আমরা মনে করি।
শেখ হাসিনার ফাঁসি দাবি করে তিনি বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলীসহ বিএনপির যুব ছাত্র অসংখ্য নেতাদের শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে। তার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি।
দুদু বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টু ব্যাপার।
বিডি-প্রতিদিন/শআ