দেশকে দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
তিনি বলেছেন, বিএনপি ও অন্যান্য দল সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলো সংক্ষিপ্ত করে দ্রুত নির্বাচন দেওয়া হোক। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করুক।
শনিবার বিকেলে নীলফামারী শহরের শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধনা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিন ইসলাম বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করেছে। নির্বাচন ব্যবস্থা, আইন ও আদালতকে ধ্বংস করেছে।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বক্তব্য দেন।
এর আগে, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠন, ক্লাবের পক্ষ থেকে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ১৮ বছর ২ মাস পর দেশের মাটিতে এসেছেন বিএনপি নেতা নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আক্রোশের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন তিনি। দেয়া হয়েছিল দুটি মিথ্যা-ভিত্তিহীন মামলা।
বিডি প্রতিদিন/এমআই