ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সভা।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হাসান আলী।
যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন ইসলাম লিংকনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দ্বীনা।
প্রস্তুতি সভায় ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪ ও ৬৫ নং ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ২৮ মে রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ