প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনোভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না। তিনি অন্তর্বর্তী সরকারের সময় আর বাড়াতে চান না। এপ্রিলের পর নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি আমাদের আশ্বস্ত করেছেন।
রবিবার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, আমি এতদিন যা করেছি তা সবকিছুই ব্যর্থ হয়ে যাবে, যদি না সবাই আমার সঙ্গে একমত না হোন-এ রকম ধারণা প্রধান উপদেষ্টার ছিল। তখন আমরা তাকে বুঝিয়েছি আপনার বেশি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে, কথা বলতে হবে, মতবিনিময় করতে হবে। আপনি কেমন করে নির্বাচন করতে চান তা সবার সঙ্গে শেয়ার করবেন।
মান্না বলেন, আমরা সংস্কারের বিষয়ে কিছু বলছি না, আমরা শুধু চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন