ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। গতকাল যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করেছে। স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারের সুষ্ঠু নির্বাচন দরকার। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে। যত দ্রুত সম্ভব ঘোষণা করতে হবে নির্বাচনের রোড ম্যাপ। কোনো অজুহাতেই নির্বাচনে বিলম্ব করা যাবে না।
বিডি প্রতিদিন/নাজমুল