সম্প্রতি ভূ-তলের ৪৪০ মাইল নীচে মহাসাগরের তিন গুণ বড় মহাসাগরের খোঁজ পেলেন এক দল মার্কিন ভূ-বৈজ্ঞানিক। তবে তারা এখনো এটা জানতে পারেননি, এই জলাধারের বিস্তার কতটা। এ নিয়েএখনও গবেষণা চালাচ্ছেন তারা।
মার্কিন ভূ-বৈজ্ঞানিক স্টিভ জ্যাকবসনের মতে, 'পৃথিবীর উপরি ভাগের জল মাটির নীচ থেকেই উঠে এসেছে।'
তিনি আরও জানান, 'পানির উৎপত্তি কীভাবে হয়েছিল, তার রহস্য ভেদ করতে মাটির নিচের মহাসাগরের পানি সাহায্য করবে।'
পরীক্ষায় দেখা গিয়েছে, মাটির ৪৪০ মাইল নিচে ক্রিস্টালের মতো এক ধরনের পাথরের একটি স্তর রয়েছে, যা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। এই স্তরটি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু শুষে নিয়ে নিচে জমা করে। এবং দুটি মিশে জল তৈরি হয়।
এ ভাবে ধীরে ধীরে এক বিরাট জলাধার তৈরি হয়েছে। পরীক্ষা করার সময় ২০০০ সিসমোমিটার যন্ত্র নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভূ-কম্পনের মাত্রা মাপতে গিয়ে এই জলাধারের হদিস পান বৈজ্ঞানিকেরা।