জন্মহার বাড়ানোর লক্ষ্যে জীবনসঙ্গী খুঁজতে ‘স্পীড ডেটিং’ নামে এক ব্যতিক্রমী উদ্যোগের প্রতি আগ্রহ দেখাচ্ছে জাপান সরকার। দেশটির কিয়োডো সংবাদ সংস্থা সরকারের নতুন এক খসড়া সরকারি নীতির উদ্ধৃত দিয়ে আজ একথা জানিয়েছে।
'স্পীড ডেটিং' হচ্ছে মূলত একটি টিভি প্রোগ্রাম। সংস্থাটি আরো জানায়, যেসব স্থানীয় কর্তৃপক্ষ ‘স্পীড ডেটিং’ বা এরকম ঘটকালির অনুষ্ঠানের আয়োজন করবে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবে। চলতি মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ নতুন এই নীতির অনুমোদন দিবে বলে আশা করছে। এতে জাপানিরা যাতে বেশি সন্তান নিতে উৎসাহিত হয় সেজন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এদিকে, খসড়া নীতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে ২০২০ সাল নাগাদ জাপান বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট পরিমাণ নতুন শিশুর জন্মগ্রহণ হচ্ছে না। ঠিক এ কারণেই সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদেরকে তাদের জীবন-সঙ্গী খুঁজে বের করতে সাহায্য করতে চায়।
সন্তান নিতে দম্পতিদের উৎসাহ যোগাতে বিনামূল্যে নার্সারিতে শিশু যত্নের ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য 'পিতৃত্বকালীন ছুটি' বাড়ানো ইত্যাদি নানা ব্যবস্থার সুপারিশও করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর জাপানে শিশু জন্মহার ছিল এযাবতকালের মধ্যে সবচেয়ে কম। এর পূর্ববর্তী বছরের চেয়ে ২০১৪ সালে ৯ হাজার কম শিশু জন্মগ্রহণ করেছিল। সূত্র: বিবিসি বাংলা
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৫/শরীফ