ভারতীয় সমকামীদের বিষয়ে নিয়মিত লেখা প্রকাশিত হয়, এইরকম একটি পত্রিকার ফেসবুক পেজে তাঁদের বিয়ের ছবি প্রকাশিত হয়েছে। তার পরেই শুরু হয়েছে সেই ছবি ‘লাইক’ ও ‘শেয়ার’ করা। ফেসবুকে ছড়িয়ে পড়েছে সমকামী যুগলের বিয়ের ছবি।
হিন্দুশাস্ত্র মতে গত সপ্তাহে তাঁরা বিয়ে করেছেন বলে খবর। সেই বিয়ের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
দু'জনেই শহরের সমকামী আন্দোলনের পরিচিত মুখ। এর আগে কলকাতায় আয়োজিত 'স্লাটওয়াকে'ও তাঁদের দেখা গিয়েছিল। কলকাতায় এইভাবে শাস্ত্রমতে সমকামী বিয়ের দৃষ্টান্ত নেই বলেই একাধিক মহলের মত। ফেসবুকে এই রকম বিয়ের অনুষ্ঠানের ছবি দেখে তাই অনেকেই বিস্মিত। তবে বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পরেই দেশ-বিদেশ থেকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। সঙ্গী বাছতে যে নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তার পক্ষে অনেকে মতামতও দিয়েছেন শুভেচ্ছার সঙ্গে। অজস্র শুভেচ্ছাবার্তার বিনিময়ে ওই পত্রিকার ফেসবুক পেজে সকলকে ধন্যবাদ জানিয়েছেন নববিবাহিত যুগল।
গত জুন মাসে আমেরিকার সুপ্রিম কোর্ট সে-দেশের সব অঙ্গরাজ্যেই সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়েছে। তবে ভারতে এখনও সমলিঙ্গের বিয়ে আইনত বৈধ নয়। এই পরিস্থিতিতে কলকাতায় এই দু'জনের বিয়ে নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। রাজ্য ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানবী বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই ধরনের বিয়ে আরও হোক। সামাজিক অনুশাসন মানুষের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে না। সঙ্গী বাছার স্বাধীনতা সকলের থাকা উচিত।''
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ