Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৪৫

নখ কাটতে গিয়ে কুকুরের অজ্ঞানের অভিনয়, ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক

নখ কাটতে গিয়ে কুকুরের অজ্ঞানের অভিনয়, ভিডিও ভাইরাল!
সংগৃহীত ছবি

পোষ্যদের মতো অভিনয়ের দক্ষতা বোধহয় মানুষেরও জানা নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে হেসে কুপোকাত নেটপাড়ার মানুষজন।

নখ কাটা হবে সেই পোষ্যের। আর তাতে তার সায় নেই বিন্দুমাত্র। কিন্তু এদিকে কোনও উপায় নেই। নখ যে কাটতেই হবে। সেই পোষ্য রীতিমতো অজ্ঞান হওয়ার অভিনয় করে বসে পড়ে মালিকের সামনে। আর তা দেখে যত হাসি মালিকের তার থেকেও কয়েকগুণ বেশি হাসি হেসেছেন নেটপাড়ার মানুষজন।


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ


আপনার মন্তব্য