১০ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৮

নিখোঁজ বিমান খুঁজতে গিয়ে সামনে এল অজানা বিশ্ব

অনলাইন ডেস্ক

নিখোঁজ বিমান খুঁজতে গিয়ে সামনে এল অজানা বিশ্ব

প্রতীকী ছবি

নিখোঁজ হয়ে যাওয়া ২৩৯জন যাত্রীকে নিয়ে এমএইচ ৩৭০ বিমানের খোঁজ করতে গিয়ে পানির নিচের এক নতুন দুনিয়া যেন উঠে এল প্রকাশ্যে। যেখানে আগ্নেয়গিরি থেকে গভীর উপত্যকা রয়েছে চোখের আড়ালে। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত একটি নকশা থেকে সমগ্র বিষয়টি উঠে এসেছে। যদিও দক্ষিণ ভারত মহাসাগরে তল্লাশি অভিযানের সময় মালেশিয়ার এই বিমানের কোনও হদিশ পাওয়া যায়নি বলেই জানা গেছে।

এই অনুসন্ধান ব্যয়সাপেক্ষ। তাই নতুন এই বিশ্বকে আরও জানতে প্রয়োজন আরও ছবি এবং আরও তথ্য। বিজ্ঞানীদের মতে, এইসব প্রাপ্ত নকশা থেকে সমুদ্রের নিচের এই পৃথিবী সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে। 

জিওয়ায়েন্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্টুয়ার্ট মিনচিন জানিয়েছেন, অনুমান করা হচ্ছে নিখোঁজ বিমানের সন্ধান করতে গিয়ে বিশ্বের সামুদ্রিক অংশের মাত্র ১০-১৫ শতাংশেই খোঁজ চালানো হয়েছে। এইসব তথ্য এবং নকশা ভবিষ্যতে বিজ্ঞানীদের গবেষণায় কাজে আসবে।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর