১৯ জানুয়ারি, ২০২০ ০৯:১০

ক্যামেরার সামনে তলোয়ার হাতে, রাজার পোশাকে সাংবাদিক! (ভিডিও)

অনলাইন ডেস্ক

ক্যামেরার সামনে তলোয়ার হাতে, রাজার পোশাকে সাংবাদিক! (ভিডিও)

সাংবাদিকতার ইতিহাসে এই প্রথমবারের মতো ঘটলো এমন ঘটনা। কারণ সঞ্চালকের পরনে রাজার পোশাক। হাতে তলোয়ার। আর খাপ থেকে সেই তলোয়ার বের করে হুঙ্কার ছেড়ে খবর পরিবেশন করলেন তিনি। স্ক্রিপ্ট সাজানোর জন্য সঞ্চালকের পিছনে দাঁড় করানো হয়েছে আরও দুজনকে। তাদের পরনেও রাজ পোশাক। যেন সভা-পারিষদ। আর তাদের ঠিক পিছনে পুরনো কোনও ইমারত। একদম রাজকীয় ব্যাপার।

পাকিস্তানের সাংবাদিকতা জগতে আমিন হাফিজের বেশ সুনাম রয়েছে। সেই তিনিই রাজার পোশাক পরে, গলায় মুক্তোর মালা দিয়ে, হাতে তলোয়ার নিয়ে খবর পরিবেশন করলেন। এর আগেও তাকে খবর পরিবেশনের সময় আজব কাণ্ড করতে দেখা গেছে। এর আগে একবার পশুপাচার নিয়ে খবর পরিবেশনের সময় গাধার পিঠে চড়ে বসেছিলেন তিনি। 

এদিন, লাহোর কেল্লা থেকে রিপোর্টিং করলেন তিনি। একটি শাহী বিয়ে বাড়ি থেকে রিপোর্টিং করলেন তিনি। আসলে লাহোরের সেই কেল্লাকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসাবে স্বীকৃতি দিয়েছে  ইউনেস্কো। রক্ষণাবেক্ষণের অভাবে সেই কেল্লা'র এখন ভগ্নপ্রায় দশা। তার উপর সেখানে বিয়ে বাড়ি ভাড়া দিয়ে চলছিল বিয়ের আয়োজন। আমিন হাফিজ তাই এই বেআইনি কার্যকলাপ তার টিভি চ্যানেলে তুলে ধরছিলেন। কিন্তু তাঁর রিপোর্টংয়ের এমন অভিনব পন্থা সিকলকেই বেশ হতবাক করেছে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর