গাড়ি নিয়েই রেললাইনে উঠে পড়েছিলেন এক যুবক। উদ্দেশ্য ছিল দুঃসাহসী রিলস ভিডিও বানিয়ে তাক লাগিয়ে দেওয়া! কিন্তু ট্রেন আসার ঠিক আগে রেললাইনে আটকে গেল গাড়ির চাকা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক। সোমবার ভারতের রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তি জয়পুরের বাসিন্দা। মত্ত অবস্থাতেই রিল ভিডিও বানানোর জন্য এসইউভি নিয়ে রেললাইনে উঠেছিলেন। এর পরেই বাধে বিপত্তি। দূর থেকে একটি মালগাড়িকে আসতে দেখে রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলে উল্টো রেললাইনেই আটকে যায় তার গাড়ির চাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সময়ে চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। তাই কোনও মতে প্রাণে বাঁচেন যুবক।
ওই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রেললাইনে উঠে পড়েছে একটি গাড়ি। এক দল মানুষ এবং পুলিশকর্মী গাড়িটির পাশে দাঁড়িয়ে সেটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করছেন। আর দূর থেকে সে দিকেই ধেয়ে আসছে একটি ট্রেন। যদিও শেষমেশ গাড়িটি সরানো গেছে। এর পর মত্ত যুবক গাড়িটি রাস্তায় ফেলেই পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। ওই এসইউভি বাজেয়াপ্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল