অন্ধ্র প্রদেশের কুরনুলে এক বিয়ে অনুষ্ঠানের মঞ্চে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বন্ধুর বিয়ের আনন্দে যোগ দিতে বেঙ্গালুরু থেকে আসা ভামসি নামের এক তরুণ মঞ্চে কনে-বরকে উপহার দেওয়ার পরপরই হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান।
বিয়ের মঞ্চে তুমুল উৎসবের মাঝেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। ভিডিওতে দেখা যায়, ভামসি বর-কনেকে উপহার দিতে গিয়ে ধীরে ধীরে বাঁদিকে ঝুঁকে পড়ছেন। পাশে দাঁড়ানো কয়েকজন তাকে ধরেন। দ্রুত তাকে ধোনে সিটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ভামসি আমাজনের বেঙ্গালুরু অফিসে কাজ করতেন। বন্ধুর বিয়েতে যোগ দিতে কুরনুলের পেনুমাদা গ্রামে আসেন। বিয়ের আনন্দময় মুহূর্তে ঘটে যাওয়া এই করুণ ঘটনায় সবাই শোকাহত।
বিশেষজ্ঞরা বলছেন, জিম, অফিস বা অনুষ্ঠানের মতো অপ্রত্যাশিত জায়গায় তরুণদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। ডব্লিউএইচও-র তথ্য অনুযায়ী, হৃদরোগের এই প্রবণতা এখন বিশ্বব্যাপী একটি বড় উদ্বেগের কারণ।
মুম্বাইয়ের ওকহার্ট হাসপাতালের পরামর্শক কার্ডিওলজিস্ট ডা. রবি গুপ্তা বলেছেন, ডায়াবেটিস, কর্মব্যস্ত জীবন, দূষণ, মানসিক চাপ, ভারী শরীরচর্চা এবং স্টেরয়েড ব্যবহারের কারণে তরুণদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে।
তার মতে, ভারতীয়রা জেনেটিক্যালি হৃদরোগের ঝুঁকির মধ্যে থাকেন। এর সাথে পশ্চিমা জীবনযাত্রার প্রভাব এই ঝুঁকি আরও বাড়িয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক চাপ নিয়ন্ত্রণ, এবং শরীরচর্চা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ঘটনা কেবল এক তরুণের অকাল মৃত্যুই নয়, বরং তরুণ প্রজন্মের হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে আমাদের সতর্ক করছে। স্বাস্থ্যসচেতনতা বাড়িয়ে এবং জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সূত্র : এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল