মেলায় ভিড় জমেছে। একটি ঘোড়ার দিকে কেউ মোহিত হয়ে তাকিয়ে আছে, কেউ ছবি তুলছে। গায়ে যেন সোনার রং, চেহারায় রাজকীয় ভাব। আর উচ্চতা? যেন আকাশ ছোঁয়া। এমন একটি ঘোড়া নজর কেড়েছে ভারতের বিহারের সোনপুর মেলায়। নাম তার ‘একে ৫৬’। বন্দুকের নামে পরিচিত এই ঘোড়ার দাম উঠেছে প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।
একে ৫৬’-এর মালিক রুদাল যাদব জানান, এটি সিন্ধি প্রজাতির ঘোড়া। সাধারণত এই প্রজাতির ঘোড়ার উচ্চতা ৫ ফুটের কাছাকাছি হয়। তবে ‘একে ৫৬’-এর উচ্চতা প্রায় ৭ ফুট। তার বিশাল চেহারা গ্রেট খালিকেও হার মানায়। শুধু চেহারাই নয়, গতিতেও তুলনা নেই তার। প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ১০০ কিলোমিটার গতিতে দৌড়ানোর ক্ষমতা রাখে এই ঘোড়া।
ঘোড়াটির বয়স মাত্র সাড়ে চার বছর। তবে এর যত্নে যেন কোনো কমতি নেই। রুদাল জানান, প্রতি মাসে ‘একে ৫৬’-এর যত্নে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। সপ্তাহে দু'বার ভেড়ার দামী ঘি দিয়ে তার শরীর মালিশ করা হয়। এই ঘিয়ের প্রতি লিটারের দাম প্রায় ১৪ হাজার টাকা। শুধু তাই নয়, মাসে দু’লিটার ঘি খাওয়ানো হয় তাকে। এছাড়া প্রতিদিন পুষ্টিকর খাবার রাখা হয় তার খাদ্যতালিকায়।
‘একে ৫৬’ নামটি এসেছে তার অবিশ্বাস্য গতির কারণে। এক বছর বয়স থেকেই তাকে দৌড়ানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার অসাধারণ গতি এবং শক্তির জন্যই এ নামকরণ করা হয়েছে।
মেলায় এই ঘোড়ার উপস্থিতি নজর কেড়েছে সবার। কোটি টাকার দাম উঠে গেছে তার জন্য। রুদাল যাদবের ঘোড়াটি যেন শুধু এক পোষা প্রাণী নয়, একটি জীবন্ত কিংবদন্তি।