ঘটনাটি ভারতের। দেশটির রাজস্থান রাজ্যের ঝুনঝুনু জেলায় শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে জীবিত হয়ে উঠেছে চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা এক যুবক।
জানা গেছে, বৃহস্পতিবার ঝুনঝুনু জেলার বিডিকে হাসপাতালে ২৫ বছর বয়সী বাক্প্রতিবন্ধী যুবক রোহিতাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তার মরদেহ মর্গ থেকে চিতায় নিয়ে যাওয়া হয়।
শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে হঠাৎ তার শ্বাসপ্রশ্বাস শুরু হয়। পর দ্রুত তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার আবার চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও শুক্রবার সকালে মৃত্যু হয় তার।
এ ঘটনায় সংশ্লিষ্ট তিন চিকিৎসককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।
ঝুনঝুনু জেলার বাগাদে মা সেবা সংস্থানের আশ্রয় কেন্দ্রেই থাকতেন রোহিতাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ভগবান দাস খেতান (বিডিকে) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়, যা জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তার মরদেহ মর্গে পাঠিয়ে দেন, যেখানে দুই ঘণ্টা তাকে একটি ডিপ ফ্রিজে রাখা হয়।
ওইদিন সন্ধ্যা ৫টায়, শ্মশানে যখন তার দেহাগ্নির প্রস্তুতি চলছিল সেখানে উপস্থিত সবাই রোহিতাশের দেহে নড়াচড়া দেখতে পায়। তারা বুঝতে পারেন তিনি জীবিত। পরে তাকে দ্রুত বিডিকে হাসপাতালে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এসএমএস হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসা সত্ত্বেও ১২ ঘণ্টা পর রোহিতাশ মারা যান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/একেএ