ভাঙাচোর ঘরে তাদের জরাজীর্ণ সংসার। দু-বেলা দু-মুঠো খেয়ে বেঁচে থাকাই বিলাসিতা। তাদের কথা ভাবার অবকাশও নেই আধুনিক নগরবাসীদের। দৃষ্টির অগোচরে ফোটা ফুলের মতো অগোচরেই ঝরে তারা।
এবার ভারতের সেই বস্তিবাসী শিশুরাই ফ্যাশন শো'র মতো এক ব্যতিক্রমী আয়োজন করে তাক লাগালেন। আর সেই আয়োজনেই নেটিজেনদের চক্ষু চড়ক গাছ। সবাই দেখল বিস্ময়ভরা চোখে। ওরা দেখাল আনন্দের আসলে কোনো সীমানা প্রাচীর নেই। একটু সুযোগ পেলেই আনন্দ ভাঙা ঘরেও ডানা মেলতে পারে।
ভারতে বস্তিবাসী শিশুদের নিয়ে ফ্যাশন ফটো শ্যুটের আয়োজনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফলে রাতারাতি এই শিশুরা এখন সেলিব্রিটি হয়ে উঠেছে।
ভিডিওতে দেখা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী বেশিরভাগ কিশোরী লাল ও সোনালি রঙের পোশাক পরে ফটোশ্যুটে অংশ নিয়েছেন। যদিও সেই পোশাকগুলো পুরনো বাতিল কাপড় দিয়ে তৈরি। তাতেও যেন জৌলুসে কোনো ঘাঁটতি পড়েনি।
এই পোশাকগুলোর নকশা করা থেকে সেলাই, সবই করেছে ফটোশ্যুটে অংশ নেওয়া কিশোর-কিশোরীরা নিজেরাই। বস্তির ভাঙাচোরা দেয়াল, খসে পড়া পলেস্তারা, কুঁড়েঘর এবং ছাদকে পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে র্যাম্পে হাঁটার জন্য।
ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির মতো পোশাক তৈরি, আর তা পরে ভিডিও শ্যুট করে তাক লাগিয়ে দিয়েছে বস্তির এই শিশুরা।
ভিডিওটি শ্যুট এবং সম্পাদনা করেছে ১৫ বছর বয়সী এক কিশোর। ভিডিওটি এ মাসের শুরুর দিকে প্রথম প্রকাশ হয় ভারতের লখনউ শহরের বেসরকারি সংগঠন (এনজিও) ‘ইনোভেশন ফর চেঞ্জ’-এর ইন্সটাগ্রাম পেইজে।
এই দাতব্য সংগঠন শহরের বস্তি এলাকার প্রায় ৪০০ শিশুকে নিয়ে কাজ করে। তাদের বিনামূল্যে খাবার, শিক্ষা এবং বিভিন্ন কাজের প্রশিক্ষণও দিয়ে থাকে। ভিডিওতে দেখা যাওয়া শিশুরা এই এনজিওর শিক্ষার্থী।
ফটো শ্যুটে অংশ নেওয়া কিশোরী মেহক কান্নোজিয়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তিনি ও তার সহপাঠীরা ইন্সটাগ্রামে বলিউডের অভিনেত্রীদের পোশাকের স্টাইল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন। আর তাদের দেখে নিজেরা প্রায়ই কিছু পোশাক বানাতেন।
১৬ বছর বয়সী মেহেক বলেন, “এবার আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই মিলে দল বেঁধে কাজ করব।”
আর এ কাজের জন্য তারা কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির আইডিয়া বেছে নেয়। সব্যসাচী বলিউডের বিভিন্ন নামকরা তারকা, হলিউড অভিনেত্রী এমনকি বহু ধনকুবেরের পোশাকও ডিজাইন করেছেন। ২০১৮ সালে তিনি কিম কার্দাশিয়ান এর ‘ভোগ’ ম্যাগাজিনে শ্যুটিংয়ের জন্য লাল শাড়ির ডিজাইন করেছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল