স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে গ্রেফতার হলেন ২৯ বছরের এক তরুণী। পুলিশ জানিয়েছে, তরুণ যখন আত্মহত্যা করছিলেন, তখন তাকে বাধা না দিয়ে ভিডিও করেছিলেন তার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠাণের ওয়াঘলে এস্টেট এলাকায় থাকতেন ওই দম্পতি। প্রতিবেশীদের দাবি, প্রায়ই ঝগড়া করতেন দু’জন। ২০ নভেম্বর ২৯ বছরের যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অভিযোগ, সে সময় তার স্ত্রী সেই ঘটনার ভিডিও তুলে রাখেন। আত্মহত্যার খবর পেয়ে দম্পতির বাড়িতে পৌঁছায় পুলিশ। তরুণের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মৃতের মা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। মৃত যুবকের মায়ের অভিযোগ, ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন পুত্রবধূ। সেই অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা রুজু করে তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল