স্কটল্যান্ডের ক্রসওয়াল বাতিঘর পরিদর্শনে গিয়ে ১৮৯২ সালের একটি বোতলবন্দী চিরকুট খুঁজে পেয়েছেন রস রাসেল নামের এক প্রকৌশলী। রস পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং নর্দান লাইটহাউস বোর্ডের কর্মী। বাতিঘরটির নিয়মিত সংস্কার কাজ পরিদর্শনের সময় এই চিরকুট আবিষ্কৃত হয়।
ক্রসওয়াল বাতিঘরটি স্কটল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের রিনস অব গ্যালওয়েতে অবস্থিত। সমুদ্রপথে নাবিকদের দিকনির্দেশনার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসেল একটি কাপবোর্ডের প্যানেল সরানোর পর দেয়ালের ভেতর লুকানো একটি আট ইঞ্চি লম্বা বোতল খুঁজে পান। হাত দিয়ে বোতলটি বের করা সম্ভব না হওয়ায় সহকর্মীদের ডেকে একটি দড়ি ও ঝাড়ুর হাতল ব্যবহার করে বোতলটি বের করা হয়।
বোতলটি খোলার জন্য ড্রিল মেশিন ব্যবহার করতে হয় কারণ এর ছিপি শক্তভাবে আটকে ছিল। বোতলের ভেতর থেকে পাওয়া চিরকুটে ৪ সেপ্টেম্বর ১৮৯২ তারিখ লেখা ছিল। সেখানে তিনজন প্রকৌশলীর নাম এবং বাতিঘরের নতুন বাতি স্থাপনের বিবরণ দেওয়া হয়েছিল। সেই সময় বাতিঘরের দায়িত্বে থাকা তিনজন তত্ত্বাবধায়কের নামও এতে অন্তর্ভুক্ত ছিল।
চিরকুটটি দেখে সবাই আবেগে আপ্লুত হন। বাতিঘরের তত্ত্বাবধায়ক ব্যারি মিলার বিবিসি নিউজ স্কটল্যান্ডকে জানান, চিরকুটটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসেল ও তার সহকর্মীরা এখন নিজেরা একটি বার্তা লিখে নতুন একটি বোতলে ভরে আগের জায়গায় রেখে দেওয়ার পরিকল্পনা করছেন।
এই আবিষ্কার বাতিঘরের ঐতিহাসিক গুরুত্বকে নতুন মাত্রা দিয়েছে এবং অতীতের সঙ্গে বর্তমানের এক অনন্য সংযোগ স্থাপন করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল