সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প উদ্বোধন করেছেন বাদশাহ সালমান। শুক্রবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে রিয়াদ মেট্রো।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, রিয়াদ মেট্রো হবে শহরের গণপরিবহন ব্যবস্থার মূল ভিত্তি। এটি ছয়টি পৃথক রেল লাইন নিয়ে গঠিত। ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কে ৮৫টি স্টেশন থাকবে। পুরো প্রকল্পটি নির্মাণ করা হয়েছে বর্তমান ও ভবিষ্যতের গণপরিবহন চাহিদা মাথায় রেখে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ প্রসঙ্গে বলেন, রিয়াদ গণপরিবহন প্রকল্প বাদশাহ সালমানের দূরদর্শী নেতৃত্বের একটি অন্যতম উদাহরণ।
রিয়াদ মেট্রো প্রকল্প যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ। এই পরিকল্পনার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের অর্থনীতি, অবকাঠামো এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। এর আওতায় আরও বহু গিগাপ্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব এ প্রকল্প নিয়ে বলেন, রিয়াদ মেট্রো প্রকল্প শহরটিকে আরও বেশি পর্যটকবান্ধব করে তুলবে।
রিয়াদ মেট্রো উদ্বোধনের মাধ্যমে সৌদি আরবের পরিবহন খাতে একটি নতুন যুগের সূচনা হলো। এই প্রকল্প শুধু পরিবহন ব্যবস্থাকে উন্নত করবে না, বরং অর্থনৈতিক অগ্রগতি এবং শহরের আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।