পরিবারের চাপ কখনো কখনো মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে, যেখানে নিজের ইচ্ছা ও স্বপ্ন বিসর্জন দিতে হয়। ভারতের গুজরাটের সুরাট শহরের বাসিন্দা ৩২ বছর বয়সী ময়ূর তারাপারা এর করুণ উদাহরণ। পরিবারের হীরার ব্যবসায় কাজ করতে বাধ্য হয়ে তিনি এমন এক ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছেন, যা শুনে যে কেউ শিউরে উঠবে।
ময়ূর সুরাটের একটি বিখ্যাত হীরার দোকান ‘অনভ জেমস’-এ কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তবে এই কাজ তার পছন্দ ছিল না। পরিবারকে নিজের অসন্তোষের কথা বলতে সাহস পাননি তিনি। একপর্যায়ে এই চাপ ও অসন্তোষ থেকে মুক্তি পেতে ময়ূর এক ভয়াবহ পদক্ষেপ নেন। তিনি নিজের বাম হাতের চারটি আঙুল ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।
ঘটনার পর ময়ূর প্রথমে নিজের এই কাণ্ড গোপন করেন। তিনি পুলিশকে জানান, ৮ ডিসেম্বর মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর দেখতে পান, তার বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ময়ূরের এই গল্পে সন্তুষ্ট হয়নি পুলিশ।
ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শুরু করে। ফুটেজে দেখা যায়, ময়ূর একটি ছুরি কিনছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাওয়া অন্যান্য প্রমাণ ময়ূরের বক্তব্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছিল।
জিজ্ঞাসাবাদের মুখে ময়ূর শেষ পর্যন্ত স্বীকার করেন, তিনি নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ জানায়, ৮ ডিসেম্বর রাতে তিনি একটি দড়ি দিয়ে নিজের হাতের কবজি শক্ত করে বেঁধে ছুরি দিয়ে আঙুল কেটে ফেলেন। এরপর তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ময়ূরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার কাটা আঙুল এবং ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। বিডিপ্রতিদিন/কবিরুল