বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের ইসলামী বন্ড

বাংলাদেশ ব্যাংক ইসলামী বন্ড নামে নতুন একটি বন্ড বাজারে ছাড়ছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে। ২০১২ সালে ইসলামী বন্ডের হলেও আবারও নতুন করে এই চুড়ান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুসারে এক লাখ বা এর গুনিতক অঙ্কের টাকা দিয়ে বন্ড কেনা যাবে। সর্বনিম্ন তিনমাস মেয়াদে এ বন্ডে মুনাফা হবে ব্যাংকের মেয়াদি আমানত মুনাফার সমান। বাংলাদেশে কার্যরত যে কোন ইসলামী ব্যাংক অথব ইসলামী ব্যাংকিং বিভাগ এ বন্ড বিক্রি করতে পারবে। পিডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিলামে অংশ নিয়ে বন্ড ক্রয় করতে পারবে। সেক্ষেত্রে নিলাম অনুষ্ঠানের ১০দিন আগে আবেদন করতে হবে। ইসলামী বন্ড ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিধিবদ্ধ জমা (এসএলআর) পূরণযোগ্য হবে। বন্ডের মেয়াদ পূর্তিতে সাময়িক হারে মুনাফা পরিশোধ করা হবে।

সর্বশেষ খবর