২০২২-২৩ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে বিএসআরএম গ্রুপের দুটি প্রতিষ্ঠান-বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে প্রকৌশল ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।
সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি. এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার বলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আবদুস সামাদ লাবু।
সম্প্রতি সেভেন রিংস সিমেন্টের এসএসজি গ্লোবাল ইআরপি এবং ডিজিটালাইজেশন বিভাগ ‘ডিজিটাল সেভেন রিংস সিমেন্ট : ম্যানেজমেন্ট কনফারেন্স’ এর আয়োজন করে।