নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: ওয়াহিদুজ্জামান হীরার বড়কালিয়া নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রবিবার ভোর রাতে পৌরসভার বড়কালিয়াস্থ ২নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিলে টাঙ্গানো নৌকা প্রতীক, নির্বাচনী পোস্টার ও কাপড় পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরানোর পর দুর্বৃত্তরা কালিয়া কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কণি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ভোররাতে বড়কালিয়াস্থ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা দুটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।
আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন