বিরোধী দলীয় জোটের বর্জনের মুখে দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় শনিবার রাত থেকে এ পর্যন্ত ১৩ জেলায় ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, রংপুর, নীলফামারী, ফেনী, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা ও যশোরে এসব সহিংসতার ঘটণা ঘটে।
চট্টগ্রামে নিহত ১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভবানীপুর ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটণা ঘটে। লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ঘটনাস্থলে ওই শিবিরকর্মী নিহত হন। নিহতের পুরো পরিচয় জানা যায়নি।
ফেনীতে নিহত ২
সোনাগাজী উপজেলায় বিএনপি নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা সোনাগাজীর উত্তর চর চান্দিয়া কেন্দ্রে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ পাল্টা গুলি চালালে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের কয়েক জনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবদল কর্মী জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন। এর ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল কর্মী শহীদুল্লাহ মারা যান।
দিনাজপুরে নিহত ৩
পার্বতীপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও সংঘর্ষে ১৮ দলীয় জোটের দুজন এবং দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুরের মন্মথপুর কো-অপারেটিভ হাই স্কুল কেন্দ্রে বেলা ১১টার দিকে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উপজেলা যুব জাগপার সাধারণ সম্পাদক রাইহান মাসুদ (২২) নিহত হন। একই সময়ে খোরাখাই বৈষ্ণবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষে চুন্নু (৩০) নামে বিএনপি কর্মী নিহত হন। এর আগে উপজেলার উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় ওয়াহেদ আলী নামে এক আনসার সদস্য নিহত হন। ওই হামলায় প্রিজাইডিং অফিসারসহ ছয় জন আহত হন।
রংপুরের নিহত ২
পীরগাছা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, রবিবার ভোররাতে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) পীরগাছার পারুল ইউনিয়নের ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেওয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। এরা হলেন মিরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৪)।
নীলফামারীতে নিহত ২
ডিমলা ও জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়। জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, জামায়াত-শিবির কর্মীরা সকাল সোয়া ১০টার দিকে কইমারি ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জামায়াত কর্মী মমতাজউদ্দীন আহমেদ (৫০) নিহত হন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ জানান, ভোররাত ৩টার দিকে জামায়াত কর্মীরা ডিমলা উপজেলার খালিশা কাপালি ইউনিয়নের ব্যাপারিতলা আলিম মাদ্রাসা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে গুলিতে জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হন।
ঠাকুরগাঁওয়ে নিহত ৪
ঠাকুরগাঁওয়ে দুই জায়গায় ব্যালট বাক্স ছিনতাই করার সময় পুলিশের গুলি ও নির্বাচন সমর্থকদের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশ সুপার ফয়সল মাহামুদ চার জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। দুপুর ২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বাসুদেবপুর ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করার সময় পুলিশের গুলিতে নিহত হন জয়াল আবেদীন (৩৫) ও ফারুক (২৮)। আহত হন আরো আট জন।
এছাড়া শুখানপুখুরী ইউনিয়নের দেউনিয়াক্ষাজার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালবাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে নির্বাচন সমর্থকদের সঙ্গে সংঘর্ষে মো. হানিফ (২৫) ও লুৎফর রহমান (৪০) নামে দুই ব্যক্তি নিহত হন।
নওগাঁয় নিহত ১
ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ায় মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বাবুল হোসেন (৩৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। উপজেলা বিএনপি সভাপতি মোখলেসুর রহমান নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করেন।
লালমনিরহাটে নিহত ১
পাটগ্রাম উপজেলায় শনিবার সকালে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ফারুক হোসেন আহত স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন (৩৪) উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
লক্ষ্মীপুরে নিহত ১
রামগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রিসাইডং অফিসার জাকির হোসেন মুন্সী। তিনি বলেন, ১৮ দলীয় জোটের লোকজন ভোটকেন্দ্রে হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা হলে পুলিশ গুলি চালায়। এ ঘটনায় এক শিবিরকর্মী নিহত হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার।
মুন্সীগঞ্জে নিহত ১
ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে মুন্সীগঞ্জের একটি ভোটকেন্দ্রে পেট্রোল বোমা হামলা চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে পড়ে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার কিছু আগে উপজেলার দক্ষিণ কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত কঙ্কন মিয়া কাঠাদিয়া-শিমুলিয়া যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছেন টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।
গাজীপুরে দগ্ধ ট্রাকচালকের মৃত্যু
কালিয়াকৈরে গরুবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ চালকের মৃত্যু হয়েছে। রবিবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার টাঙ্গাইলের সফিপুর থেকে গরু নিয়ে ট্রাকটি নরসিংদীর উদ্দেশে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈরের নুরবাগ এলাকায় বিরোধী দলের কর্মীরা ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে নুরুজ্জামান দগ্ধ হন।
গাইবান্ধায় নিহত ১
দুপুর দেড়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের মনমঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালাতে গিয়ে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। বামুনডাঙ্গা তদন্ত কেন্দ্রের এসআই রাজা মিয়া জানান, জামায়াত-শিবির কর্মীরা কেন্দ্রে হামলা চালাতে গেলে স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থলে নিহত হন শিবিরকর্মী শাহাবুল ইসলাম তারা (২৮)। এই ঘটনায় আহত ২১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশারে নিহত ১
যশোরের জোরবাডাঙ্গা ইউনিয়নের বাজিতপুর ভোটকেন্দ্রে দুপুর ২টায় হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মতিয়ার রহমান (১৮) নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সরদার বাহাদুর আলি বিষয়টি নিশ্চিত করেন।