ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী কাজী ফিরোজ রশীদ। এই আসনের মোট ৯৮টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে ৪৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।
ফিরোজ রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর রহমান সহিদ। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ২৫৯ ভোট। যদিও রোববার বেলা দেড়টার দিকে তিনি ভোট বর্জন করেন।
অন্যদিকে কুঁড়েঘর প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মো. আকতার হোসেন পেয়েছেন মোট ১ হাজার ১১১ ভোট।