দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্দার মোহাম্মদ মান্নান থেকে ১০২৫৮ ভোট বেশি পেয়ে জয়ী হন তিনি।
১৩৭টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী মো. ইলিয়াস উদ্দিন মোল্লা পেয়েছেন ৩৫১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সর্দার মোহাম্মদ মান্নান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৯৩০ ভোট।
এছাড়া বিএনএফ প্রার্থী মো. খালিদ হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬৯৯ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ১৭.৭৬ শতাংশ।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৩৬৬ জন।