প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, জনগণ ভোট দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। যতটুকু দিয়েছে ততটুকু সন্তুষ্ট। আজ সোমবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে তারাই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাকিরা নির্বাচন বর্জন করেছে। বিরোধী দলের বাধা উপেক্ষা করে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাধা না দিলে আরও বেশি মানুষ ভোট দিত।
মন্ত্রী-এমপিদের অঢেল সম্পদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিয়ের সময় সোনার দাম ছিল ১৩০ টাকা ভরি। সেই হিসেবে এখন সম্পদের হিসেব করলে তো হবে না। কোন পত্রিকা কিভাবে দুর্নীতির খবর ছাপিয়েছে সেটা তারা ভালো জানে। যাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছাপানো হয়েছে তারা নিজেরা সেটা মোকাবেলা করবে। আমি অন্তত কোন দুর্নীতিবাজকে প্রটেকশন দিতে যাব না।