আবারও সংলাপের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রাজনৈতিক সহিংসতা, জনগণের ওপর হামলা এবং সম্পদের ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়ায় জরুরিভিত্তিতে অর্থবহ এ সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।
৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, অপেক্ষাকৃত কম অংশগ্রহণে অসঙ্গতিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি, যার মাধ্যমে শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণে নির্র্বাচন সম্ভব হতো।
বিবৃতিতে বান কি মুন সব পক্ষকেই শান্তিপূর্ণ ও মত প্রকাশে সমবেত হওয়ার সহায়ক পরিবেশ তৈরিতে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানান।