দশম জাতীয় নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। আজ মঙ্গলবার এ হরতালের পাশাপাশি বিরোধী জোটের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধও চলছে।
হরতাল-অবরোধ চলাকালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে অবস্থান করছে।
এদিকে, ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় গতকাল সোমবার গভীর রাতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় একটি কাভার্ডভ্যান ভস্মিভূত হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই চালক শাহ আলম নিহত হন। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হন হেলপার আল আমিন।
প্রসঙ্গত, রবিবার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দেন।