বিরোধী দল সহিংসতা না কমালে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, দশম জাতীয় সংসদের সিডিউল আর হবে না। আলোচনার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তবে বিরোধী দলকে অবশ্যই সহিংসতা কমাতে হবে। না হলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রমাণ হয়েছে বিরোধী দল আন্দোলন আর জমাতে পারবে না। দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিরোধী দল যে বোকামি করেছে অচিরেই তা টের পাবে।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সর্বদলীয় সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।