রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেড় ঘণ্টা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদ এবং নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমু উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদে নির্বাচনে জয়ের এক দিন পর রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাতে সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।