সহিংসতা চালিয়ে যখন নির্বাচন আটকাতে পারেননি, তখন কোনো কিছুই আটকাতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রাত সাড়ে ৭টায় গণভবনে ১৪দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতায় থেকে যা নেওয়ার নিয়েছেন। এখন দেশকে ধ্বংস করছেন। ব্যবসায়ী তো বিএনপিরও আছে। বিএনপির যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কি চোখে কিছু দেখেন না।
তিনি বলেন, প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন যখন আটকাতে পারেন নি সেখানে কোনো কিছুই আটকাতে পারবেন না। উন্নত বিশ্বের খুব কম দেশেই এত শতাংশ ভোট পড়ে।
হাসিনা বলেন, মিডিয়াকে বলবো আপনারা দয়াকরে সঠিক তথ্য প্রকাশ করুন। আর বিএনপিকে বলবো জামায়াত-যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে আলোচনায় আসুন।
মিডিয়ার প্রতি তিনি আরও বলেন, আপনাদের উচিত গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখে কাজ করা। অবশ্য কিছু কিছু মিডিয়ার অগণতান্ত্রিক হলেই কদর বাড়ে। বাংলাদেশে প্রাইভেট চ্যানেল অনুমতি দেওয়া সাহস আমরাই প্রথম দেখিয়েছি। এতে কবি, সাহিত্যিক, সাংবাদিকদের কর্মসংস্থানের নতুন অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।
মিডিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু মিডিয়া সন্ত্রাসে সহায়তা করছে। তাদের বলবো, বেশি বেশি জ্বালাও-পোড়াওয়ের ছবি দেখাবেন না। মানুষ উৎসাহিত না হয় এমন ছবি দেখান। যা কিছু খারাপ তা তুলে ধরুন।