প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিন চলছে। আজ বুধবার হরতালের পাশাপাশি চলছে পূর্ব ঘোষিত অনির্দষ্টকালের অবরোধও।
তবে এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
আজ সকাল থেকে ঢাকায় মহানগরীতে যানবাহন চলাচল করলেও ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যে কোনো ধরণের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর রয়েছেন। র্যাব-পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে রাস্তায় টহল দিচ্ছে।
উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন তিনি। পরে মঙ্গলবার বিকেলে হরতাল আরো ১২ ঘণ্টা বাড়ানো হয়।