গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে ফ্রান্স।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এ আহ্বান জানান ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বিবৃতিতে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঠামোর মধ্যে থেকে ফের সংলাপ শুরু করতে উৎসাহিত করছি।
উল্লেখ্য, গত রোববার দেশের প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অংশগ্রহণ ছাড়াই অনেক নাটকীয়তার পর দশম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।