মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও সহযোগী এএসএম নাসিরুদ্দিন এলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ অভিযোগ গঠন করেন। আদিলুর ও এলান মামলা থেকে অব্যাহতির আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, অধিকার কোনো মিথ্যা তথ্য দেয়নি।
অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা তাদের পরিচালনাধীন ‘অধিকার’ নামে সংস্থার মাধ্যমে গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জনের মৃত্যু সম্পর্কে বানোয়াট ও মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে।