হরতাল যেই করুক এটা সহিংস হয়। আর তাই হরতাল বন্ধে জাতীয় সংসদে প্রস্তাব দিতে রাজি আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সকালে সচিবালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমন কথাই বললেন অর্থমন্ত্রী।
আবদুল মুহিত বলেন, হরতাল অর্থনীতিকে বিপর্যস্ত করছে। যেই করুক এটা সহিংস হয়। এটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এটা বন্ধে আমি সংসদে প্রস্তাব দিতে রাজি আছি।
বৈঠকে জামায়াতে ইসলামী প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জামায়াত একটি সন্ত্রাসী দল। এর প্রমাণ হচ্ছে- সিলেটে দু'জন জামায়াত নেতা ধরা পড়েছে, আর সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আক্রমণ হয়েছে।
অবরোধ কর্মসূচিকেও মারাত্মক বলে মন্তব্য করেন এই মন্ত্রী। তিনি বলেন, ‘অবরোধ মারাত্মক। আমাদের দুর্ভাগ্য, অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা আমরা নিজেরাই তৈরি করে রেখেছি। বিদেশি কোনো ভীতি নেই। বিরোধী দল বুঝতেই চাচ্ছে না। খালেদা জিয়া তো মানবেনই না। কিন্তু তার সঙ্গে তো সাঙ্গপাঙ্গরা আছেন। তারা তো নির্বোধ না। তাদের সঙ্গে ব্যবসায়ীরাও আছেন। তাদের নিজেদের স্বার্থ বোঝা উচিত।
নতুন সরকারে আবুল সুহিত অর্থমন্ত্রী থাকছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, আমি আগেও বলেছি, আবারও বলছি, অর্থমন্ত্রী থাকলে ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। কিন্ত ১৪-১৬ ঘণ্টা কাজ করা মুশকিল। আমার ইচ্ছে ছিল আগামীতে সাংসদ হিসেবে থাকা। কিন্তু মন্ত্রী নির্বাচন করেন প্রধানমন্ত্রী। তিনি যদি কাউকে নির্বাচন করেন, খুব কম লোকই আছেন যিনি সেটা অমান্য করতে পারেন।
মন্ত্রী আরও জানান, নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।