আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের চেয়ে অর্থনৈতিকভাবে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ। বিশ্বেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে কোনও মন্দা নেই।
আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আমু বলেন, দেশের অর্থনীতি নিয়ে যে যার মতো কথা বলেন। অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ আমেরিকার মতো দেশও লক্ষাধিক শ্রমিক ছাঁটাই করলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি।
উত্তরাঞ্চলকে অর্থনৈতিক মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশে কোনও মঙ্গা নেই বলে দাবি করেন তিনি।
শিল্পমন্ত্রী দাবি করেন, হরতাল ও অবরোধের নামে একটি অপশক্তি দেশে মধ্যযুগীয় বর্বরতা চালানোর পরও অর্থনীতি সচল আছে। আর এটা সম্ভব হয়েছে বর্বরতাকারীদের জনগণের ধিক্কার ও সামাজিকভাবে প্রতিরোধ করায়।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি এটিএম জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মহিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন প্রমুখ।