সংসদ সোনার ডিম পাড়া হাঁস বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, “সংসদ হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস এবং দেশের খেত-খামার হচ্ছে হীরার খনি। এ হাঁস এবং হীরার খনিকে রক্ষা করতে হবে।”
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আয়োজিত ‘দশম জাতীয় সংসদের কাছে শ্রমিক -কর্মচারিদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিরীন আখতার। বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ইউনাইটেড লেবার ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, মুক্ত স্বাধীন শ্রমিক ফেডারেশনের মজিবর রহমান ভূইঁয়া, স্কপনেতা অ্যাডভেকেট দেলোয়ার হোসেন প্রমুখ।
হাসানুল হক ইনু বলেন, “বর্তমানে শ্রমিকদের জন্য যে আইন রয়েছে তা ভালোভাবে কার্যকর হয় না। নতুন কিছু আইন তৈরি করা প্রয়োজন।”
তিনি বলেন, “বর্তমানে সংসদ জঙ্গিবাদমুক্ত একটি সংসদ। বিগত সংসদে যারা ছিলেন- তাদের অনেকেই জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাদের সম্পর্ক ছিল।”