স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রের অভিযাত্রায় নির্বাচনের মাধ্যমে গঠিত দশম জাতীয় সংসদ বর্তমানে বিরোধী দলকে নিয়ে প্রাণবন্ত ও কার্যকর হয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট কনফারেন্স ২০১৪-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দশম জাতীয় সংসদ গঠনের পর প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ সব সংসদ সদস্য সংসদে যোগ দিয়েছেন। নানা বিষয়ে গঠনমূলক আলোচনাও করেছেন। এই জন্য তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।