রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার একটি রিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া গ্যারেজের ভেতর থেকে দু'টি শিশুর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনে পাশের কয়েকশ বাড়িঘড় পুড়ে গেছে। আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম। এছাড়া স্থানীয়রাও আগুন নেভাতে ফায়ার সার্ভিস টিমকে সহযোগিতা করছেন।