রাজধানীর মগবাজারস্থ মধুবাগ বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বস্তির পাশের রিকশা গ্যারেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুড়ে যাওয়া বস্তির দুটি ঘর থেকে দুই শিশুর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সাভিসের ১৩টি ইউনিট দীর্ঘ দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বেলা দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, টিনের চাল ও বাঁশের তৈরি ঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বস্তিবাসী সূত্রে জানা গেছে, বেলা পৌঁনে আটটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে বস্তিবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে পুরো বস্তি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
বস্তির বাসিন্দা রুহুল আমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই বস্তির বাসিন্দাদের প্রায় সবাই গামের্ন্ট কর্মী। আগুন লাগার সময়ে তারা অনেকেই এ সময় বাড়িতে ছিলেন না। যারা ছিলেন তারা নিজেদের প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির পশ্চিম-উত্তর পাশে পুড়ে যাওয়া ঘরের নিচে সকাল পৌনে নয়টার দিকে একটি শিশুর দগ্ধদেহ দেখতে পান এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। পরে বেলা দশটার দিকে আরেকটি শিশুর দ্গ্ধদেহ উদ্ধার করা হয়।
রমনা থানার ওসি মশিউর রহমান দু'টি শিশুর মৃত্য দেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, শিশু দু'টির মা তাদেরকে বাড়িতে রেখে কাজের সন্ধানে বের হয়ে গিয়েছিল।