উপহার হিসেবে কোনো ক্রেস্ট নয় নগট টাকা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তবে কোনো নেতার কানে কানে নয়, প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে নগদ টাকা দেয়ার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “নির্বাচন করতে অনেক লাগে। যদি কারো উপঢৌকন দেয়ার ইচ্ছা থাকে, ক্যাশ (নগদ টাকা) দিয়েন ক্যাশ, খুব ভালো হইবে।”
শুক্রবার তার নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে এক অনুষ্ঠানে মাইকে ঘোষণা দিয়ে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের ক্রেস্ট, ফুলের তোড়াসহ নানা উপহার গ্রহণ করার পর চিফ হুইপ অনুষ্ঠানের মাইক হাতে নিয়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বসব। যদি কারো উপঢৌকন দেয়ার ইচ্ছা থাকে, তবে আর ক্রেস্ট নয়। ক্যাশ (নগদ টাকা) চাই, ক্যাশ।’