সারাদেশে আজ রবিবার সকাল ১০টা থেকে ৮টি শিক্ষা বোর্ডে সৃজনশীল প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা হলো সাত লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন।
এ বছর বিদেশের ৭টি কেন্দ্র থেকে মোট ২৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।